728×90 ads

ব্যাপ্যতার স্মৃতি সহায়ক শব্দ

ব্যাপ্যতার স্মৃতি সহায়ক শব্দ (Memorial Word of Distributions)


নিরপেক্ষ বচনের কোনো পদ কাকে ব্যাপ্য করে, তা মনে রাখার সুবিধার জন্য একটি অর্থহীন সাংকেতিক শব্দকে মনে রাখতে হয়। এটি হল- As Eb In Op (আসেবিনপ]

এই শব্দটির অন্তর্গত যে চারটি Capital Letter আছে, সেগুলি চারটি নিরপেক্ষ বচন, অর্থাৎ-A, E, 1, 0-কে চিহ্নিত করে। আর এর অন্তর্গত যে চারটি Small Letter আছে, তা নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে চিহ্নিত করে। যেমন-

S = Subject (উদ্দেশ্য)

b = both Subject and Predicate (উদ্দেশ্য ও বিধেয় উভয়ই)

n = none of Subject or Predicate (উদ্দেশ্য ও বিধেয়- কোনোটিই নয়)

p = Predicate (বিধেয়)

সুতরাং, এই সংকেতমূলক শব্দটিকে বিশ্লেষণ করলে ব্যাপ্যতার সূত্রগুলিকে পাওয়া যায়। 
As Eb In Op = 

A(s) Subject 

E(b) both

I(n) none

O(p) predicate

subject predicate

অর্থাৎ,

subject and predicate

As = A-বচন শুধুমাত্র উদ্দেশ্যকেই ব্যাপ্য করে।

Eb = E-বচন উদ্দেশ্য ও বিধেয় উভয়কেই ব্যাপ্য করে।

In = I-বচন কোনোটিকেই ব্যাপ্য করে না।

Op = O-বচন শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে।

Post a Comment

0 Comments