728×90 ads

জলসেচে জলের ব্যবহার ও অপব্যবহার

জলসেচে জলের ব্যবহার ও অপব্যবহার (Use and Misuse of Water in Irrigation)


জলসেচে জলের ব্যবহার (Use of Water in Irrigation)


(i) চারাগাছের বৃদ্ধি: সুনির্দিষ্ট সময়ের ভিত্তিতে চারাগাছের বৃদ্ধি ও বিকাশ সুষ্ঠুভাবে হওয়ার জন্য পরিমিত পরিমাণ জল প্রয়োজন। 

(ii) অঙ্কুরোদ্গম প্রক্রিয়া: কৃষিজমিতে বীজ বপন করার পরে তা থেকে অঙ্কুরোদ্গমের জন্য যথাযথ মাত্রায় জল দেওয়ার প্রয়োজন হয়। 

(iii) ফসল উৎপাদনের জন্য জলের জোগান: ফসল উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন। কৃষিক্ষেত্রে জলের জোগান অব্যাহত রাখার জন্য মিশরে নীলনদের ওপর এবং ভারতে দামোদর পরিকল্পনা, ভাকরা-নাঙ্গাল প্রকল্প প্রভৃতি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। 

(iv) সার ব্যবহার: সেচের জলের সাহায্যে কৃষিজমিতে সার ব্যবহার করা যথেষ্ট সহজসাধ্য হয়। লবণাক্ততার প্রভাব হ্রাস: সেচের জলের সাহায্যে মাটির উপরিভাগে সঞ্চিত লবণের অপসারণ ঘটে। 

(Vi) জলবিদ্যুৎ উৎপাদন: জলসেচের জন্য তৈরি বাঁধের পিছনে সঞ্চিত জলে টারবাইন ঘুরিয়ে যথেষ্ট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 

(Vii) পানীয় জলের জোগান: সেচের জন্য ব্যবহৃত জলকে বিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়। 

(Viii) পরিবহণের মাধ্যম: জলসেচের উদ্দেশ্যে জলাধার থেকে নির্মিত খালকে জলপথ রূপেও ব্যবহার করা হয়। উদাহরণ: দুর্গাপুর ব্যারেজের বামতীরে অবস্থিত খালটি জলপথে পরিবহণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। 

(ix) মাছ উৎপাদন: পাঞ্চেৎ, মাইথন প্রভৃতি বাঁধের পিছনে সেচের জন্য নির্মিত জলাশয়ের জলে মাছ উৎপাদন করা হয়।


জলসেচে জলের অপব্যবহার (Misuse of Water in Irrigation)


(i) অতিরিক্ত ব্যবহার: অনেক ক্ষেত্রেই যে পরিমাণ জল ফসলের বৃদ্ধির জন্য প্রয়োজন তার থেকে বেশি জল সরবরাহ করা হয়। শুষ্ক অঞ্চলের ফসলের ক্ষেত্রে এই সমস্যা বেশি লক্ষ করা যায়।

(ii) মৃত্তিকাক্ষয়ের সমস্যা: কৃষিজমিতে জল স্থির না থেকে তীব্রগতিতে প্রবাহিত হলে মৃত্তিকাক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায়। 

(iii) বন্যার সমস্যা: অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধ অনেক সময় বর্ষার অতিরিক্ত জলের প্রভাবে ভেঙে যায় এবং বন্যার সমস্যা দেখা দেয়।

(iv) জলদূষণের সমস্যা: জলসেচের জন্য অতিরিক্ত হারে ভৌমজল তোলার ফলে ভূগর্ভের জলস্তর নেমে যায় এবং আর্সেনিক দূষণের মাত্রা  বৃদ্ধি পায়। 

(v)গবাদিপশুর ক্ষেত্রে ব্যবহার: গবাদিপশুর স্নানের জন্য সেচের জল ব্যবহার করা হলে জলের গুণগত মানের অবনতি ঘটে। 

(Vi) জল সম্পদ হ্রাস: সেচকার্যে জলের অপব্যবহারের ফলে সামগ্রিক ভাবে জল সম্পদের পরিমাণ হ্রাস পায়।

Post a Comment

0 Comments