জলসেচে জলের ব্যবহার ও অপব্যবহার

জলসেচে জলের ব্যবহার ও অপব্যবহার (Use and Misuse of Water in Irrigation)


জলসেচে জলের ব্যবহার (Use of Water in Irrigation)


(i) চারাগাছের বৃদ্ধি: সুনির্দিষ্ট সময়ের ভিত্তিতে চারাগাছের বৃদ্ধি ও বিকাশ সুষ্ঠুভাবে হওয়ার জন্য পরিমিত পরিমাণ জল প্রয়োজন। 

(ii) অঙ্কুরোদ্গম প্রক্রিয়া: কৃষিজমিতে বীজ বপন করার পরে তা থেকে অঙ্কুরোদ্গমের জন্য যথাযথ মাত্রায় জল দেওয়ার প্রয়োজন হয়। 

(iii) ফসল উৎপাদনের জন্য জলের জোগান: ফসল উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন। কৃষিক্ষেত্রে জলের জোগান অব্যাহত রাখার জন্য মিশরে নীলনদের ওপর এবং ভারতে দামোদর পরিকল্পনা, ভাকরা-নাঙ্গাল প্রকল্প প্রভৃতি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। 

(iv) সার ব্যবহার: সেচের জলের সাহায্যে কৃষিজমিতে সার ব্যবহার করা যথেষ্ট সহজসাধ্য হয়। লবণাক্ততার প্রভাব হ্রাস: সেচের জলের সাহায্যে মাটির উপরিভাগে সঞ্চিত লবণের অপসারণ ঘটে। 

(Vi) জলবিদ্যুৎ উৎপাদন: জলসেচের জন্য তৈরি বাঁধের পিছনে সঞ্চিত জলে টারবাইন ঘুরিয়ে যথেষ্ট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 

(Vii) পানীয় জলের জোগান: সেচের জন্য ব্যবহৃত জলকে বিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়। 

(Viii) পরিবহণের মাধ্যম: জলসেচের উদ্দেশ্যে জলাধার থেকে নির্মিত খালকে জলপথ রূপেও ব্যবহার করা হয়। উদাহরণ: দুর্গাপুর ব্যারেজের বামতীরে অবস্থিত খালটি জলপথে পরিবহণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। 

(ix) মাছ উৎপাদন: পাঞ্চেৎ, মাইথন প্রভৃতি বাঁধের পিছনে সেচের জন্য নির্মিত জলাশয়ের জলে মাছ উৎপাদন করা হয়।


জলসেচে জলের অপব্যবহার (Misuse of Water in Irrigation)


(i) অতিরিক্ত ব্যবহার: অনেক ক্ষেত্রেই যে পরিমাণ জল ফসলের বৃদ্ধির জন্য প্রয়োজন তার থেকে বেশি জল সরবরাহ করা হয়। শুষ্ক অঞ্চলের ফসলের ক্ষেত্রে এই সমস্যা বেশি লক্ষ করা যায়।

(ii) মৃত্তিকাক্ষয়ের সমস্যা: কৃষিজমিতে জল স্থির না থেকে তীব্রগতিতে প্রবাহিত হলে মৃত্তিকাক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায়। 

(iii) বন্যার সমস্যা: অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধ অনেক সময় বর্ষার অতিরিক্ত জলের প্রভাবে ভেঙে যায় এবং বন্যার সমস্যা দেখা দেয়।

(iv) জলদূষণের সমস্যা: জলসেচের জন্য অতিরিক্ত হারে ভৌমজল তোলার ফলে ভূগর্ভের জলস্তর নেমে যায় এবং আর্সেনিক দূষণের মাত্রা  বৃদ্ধি পায়। 

(v)গবাদিপশুর ক্ষেত্রে ব্যবহার: গবাদিপশুর স্নানের জন্য সেচের জল ব্যবহার করা হলে জলের গুণগত মানের অবনতি ঘটে। 

(Vi) জল সম্পদ হ্রাস: সেচকার্যে জলের অপব্যবহারের ফলে সামগ্রিক ভাবে জল সম্পদের পরিমাণ হ্রাস পায়।

Popular posts from this blog

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।

কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিউমের মতবাদটি আলোচনা করো।

নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো।