নিরপেক্ষ বচনের আকার

নিরপেক্ষ বচনের আকার (Propositional Form of Categorical Proposition)


নিরপেক্ষ বচন চার প্রকারের-

সদর্থক, সামান্য-নঞর্থক, সদর্থক, বিশেষ- বিশেষ-নঞর্থক। এই চার প্রকারের নিরপেক্ষ বচনের আকারগুলিকে নীচে উল্লেখ করা হল-


1) সামান্য-সদর্থক বা A বচনের আকার:


সকল S হয় P (A); অর্থাৎ, এর রূপ হল [সকল. হয়........।] এর মূর্তরূপ হল- সকল কবি হয় দার্শনিক (A)।


2) সামান্য-নঞর্থক বা E বচনের আকার:


কোনো S নয় P (E); অর্থাৎ, এর রূপ হল [কোনো......... নয়.........।] এর মূর্তরূপ হল-


কোনো মানুষ নয় সুখী (E)।


নিরপেক্ষ বচন


সামান্য বা সার্বিক-সদর্থক = A বচন


এর আকার: সকল Sহয় P


উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল (A)।


সামান্য বা সার্বিক-নঞর্থক = E বচন


এর আকার: কোনো Sহয় P


উদাহরণ: কোনো মানুষ নয় মরণশীল (E)।


বিশেষ-সদর্থক = 1 বচন


এর আকার: কোনো কোনো S হয় P


উদাহরণ: কোনো কোনো মানুষ হয় মরণশীল (I)।


বিশেষ-নঞর্থক = 0 বচন


এর আকার: কোনো কোনো হয় P


উদাহরণ: কোনো কোনো মানুষ নয় মরণশীল (০)।

3) বিশেষ-সদর্থক তথা। বচনের আকার:


কোনো কোনো S হয় P (I); অর্থাৎ, এর রূপটি হল [কোনো কোনো...হয়] এর মূর্তরূপ হল-


কোনো কোনো মানুষ হয় সৎ (I)।


4) বিশেষ-নঞর্থক তথা ০ বচনের আকার:


কোনো কোনো S নয় P (O); অর্থাৎ, এর রূপটি হল [কোনো কোনো................. এর মূর্তরূপ হল-


কোনো কোনো মানুষ নয় সৎ (০)।

Popular posts from this blog

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।

কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিউমের মতবাদটি আলোচনা করো।

মাত্র এক ক্লিকেই ছবি থেকে ইমোজি কিভাবে রিমুভ করবেন ?