728×90 ads

চারিপদ ঘটিত দোষ টীকা | চতুষ্পদী দোষ কখন ঘটে | HS Exam Philosophy Suggestion 2024

নমস্কার আমি দীপ আজকের এই পোস্টেআমরা জানব চারিপদ ঘটিত দোষ নিয়ে ৷

চারিপদ ঘটিত দোষ টীকা। 


অথবা, চারিপদ ঘটিত দোষ কখন হয়। উদাহরণ সহ ব্যাখ্যা করো।

চতুষ্পদী দোষ কি ?


অথবা, চতুষ্পদী দোষ কখন ঘটে । উদাহরণ সহ ব্যাখ্যা করো।সংক্ষিপ্ত টীকা :


চারিপদ ঘটিত দোষ (Fallacy of four terms)


ন্যায়ের প্রথম নিয়ম অনুযায়ী কোন ন্যায় অনুমানে তিনটি পদের পরিবর্তে চারটি পদ থাকলে যে দোষ দেখা দেয়, তাকে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ বলা হয়। যেমন -

উদাহরণ:-

সোনা রুপার চেয়ে দামি, রূপ লোহার চেয়ে দামি, সুতরাং সোনা লোহার চেয়ে দামি।

যুক্তিবিজ্ঞান সম্মত আকার বা / তর্ক বিজ্ঞানসম্মত আকার:- 


প্রধান আশ্রয়বাক্য: সকল রুপা হয় লোহার চেয়ে দামি ধাতু - A

অপ্রধান আশ্রয়বাক্য: সকল সোনা হয় রুপার চেয়ে দামি ধাতু - A

সিদ্ধান্ত: সকল সোনা হয় লোহার চেয়ে দামি ধাতু - A      A A A -------- প্রথম সংস্থায় ।দোষ:- চতুষ্পদী দোষ।বিচার /ব্যাখ্যা:- এই নিরেপেক্ষ ন্যায় অনুমানটি অবৈধ। এখানে যুক্তিটিতে চারিপদ ঘটিত দোষ ঘটেছে । ন্যায়ের নিয়ম অনুযায়ী প্রতিটি ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তিনের বেশি বা কম থাকবে না । কিন্তু আলোচ্য ন্যায়টিতে তিনটি পদের পরিবর্তে চারটি পদ রয়েছে । পদগুলি হলো -----(১) সোনা (২) লোহার চেয়ে দামি ধাতু (৩) রূপা এবং (৪) রূপার চেয়ে দামি ধাতু । এরূপ নিয়ম লঙ্ঘনের জন্য ন্যায় অনুমানটি অবৈধ এবং চারিপদ ঘটিত দোষে দুষ্ট।

Post a Comment

0 Comments