ভারতে নগরায়ণের সমস্যাগুলি সম্পর্কে লেখো।

নগরায়ণের সমস্যা (Problems of Urbanisation) :

১ অপরিকল্পিত নগরায়ণ (Unplanned Urbanisation) :

আমাদের দেশে অধিকাংশ শহর, নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এর ফলে রাস্তাঘাটে যানজট, আবর্জনার সঠিক জায়গা না-থাকায় রাস্তা ঘাট নোংরা হওয়া, বর্জ্য ব্যবস্থা প্রায় থাকে না বললেই চলে, স্বল্প বৃষ্টিতে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যায়, এক অস্বাস্থ্যকর পরিবেশ রচনা করে ও জনঘনত্ব বৃদ্ধি পায়, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদে স্থানাভাব গুরুতর সমস্যার সৃষ্টি করেছে।

২ মানুষজনের শহরমুখী হওয়ার প্রবণতা (People's tendency to settle in cities): মূলত উন্নত কর্মক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য-স্বাচ্ছন্দ্যের তাগিদে বহু মানুষ গ্রাম ছেড়ে শহর অভিমুখী হয় ফলে অভ্যন্তরীণ পরিব্রাজন ঘটে। এ ছাড়া বাইরে থেকেও (বিদেশ) বহু মানুষ এই সমস্ত শহরে ভিড় করায় জনগণের চাপ শহরগুলিতে বাড়ে ফলে দূষণ সমস্যা, অতিজনাকীর্ণতা লক্ষ করা যায়।

৩ পরিকাঠামোর অভাব (Lack of Infrastructure): বিভিন্ন

পরিকাঠামোগত অভাবগুলি হল :

• বসতি (Settlement) : নগরায়ণের ফলে যে পরিব্রাজনের সৃষ্টি হয় তার ফলে বসতবাড়ির সমস্যার সৃষ্টি হয়। স্বল্প উপার্জন ও জমির অভাব, গৃহনির্মাণের সামর্থ না-থাকা প্রভৃতির কারণ জনসংখ্যার বৃদ্ধির হারের সাথে বাড়ির প্রসার হয় না। এ ছাড়াও বস্তি ও দখলদারির সমস্যা বৃদ্ধি পায়। অন্ধ্রপ্রদেশ, মুম্বাই প্রভৃতি শহরে বস্তি জনসংখ্যা সর্বাধিক।

• পরিবহণ সমস্যা (Problem of Transport) : মহানগরে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যানজট সমস্যার সাথে সাথে বায়ুদূষণের মাত্রাও বৃদ্ধি পায়, মহানগরে পথ দুর্ঘটনার সংখ্যাও বেশি।

• স্বাস্থ্য সমস্যা (Health Issues) : নগরায়ণের ফলে বস্তি এলাকার প্রসার-পরিশুদ্ধ পানীয় জলের অভাব, বায়ুদূষণ-এর ফলে জনগণের স্বাস্থ্যে কুপ্রভাব পড়ে, অনিদ্রা, হাপানি, উদরাময়, ক্লান্তি প্রভৃতি সমস্যা দেখা যায়।

• শিক্ষা সংক্রান্ত সমস্যা (Education Problem) : নগরায়ণের ফলে শিক্ষাব্যবস্থায় বিরুপ প্রভাব পড়ে, অতিরিক্ত জনসংখ্যার চাপে সবাই শিক্ষাগ্রহণের সুযোগ পায় না। যার ফলে পরিব্রাজন ঘটে এ ছাড়াও বেকারত্ব বৃদ্ধি পায় ও পৌর অপরাধ মাত্রা বৃদ্ধি পায়।

• বিদ্যুৎ সমস্যা (Electricity Problem) : বসতির পরিমাণের সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ যেভাবে অনেক স্থানে বাড়ে না, ফলে লোডশেডিং-এর মাত্রা বাড়তে থাকে।

• জলনিকাশির সমস্যা (Problems Related to Sewage System): অতিরিক্ত নগরায়ণের প্রভাবে সবস্থানে জলনিকাশি ব্যবস্থা গড়ে ওঠে না। ভারতে ৩৫-৪০% পৌর জনসংখ্যার নোংরা জলনিকাশি ব্যবস্থা আছে। এ ছাড়াও যথাযথভাবে ভূগর্ভস্থ নর্দমা নির্মাণ না-হওয়ায় গৃস্থলির জল উপচে পড়ে। এ ছাড়াও বৃষ্টির সময় বেশিরভাগ শহরেই জল জমে বানভাসি অবস্থার সৃষ্টি হয়।

Popular posts from this blog

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।

কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিউমের মতবাদটি আলোচনা করো।

নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো।