ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

ভারতে জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের চাহিদা, শিল্পবিপ্লব ইত্যাদি হল নগরায়ণের প্রধান কারণ। ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি হল : 
[১] ভারতের নগরায়ণের ইতিহাস বেশ প্রাচীন। আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের সিন্ধু সভ্যতার সময় থেকে ভারতে নগর গড়ে উঠেছিল।

[২ ]ভারতে নগর ও শহরে জাতিধর্মনির্বিশেষে বহু মানুষ একত্রে বাস করে।

[৩] ভারতের নগরায়ণ বেশ কিছু ঘটনার সাথে যুক্ত। যেমন : মহামারী, দুর্ভিক্ষ, মন্দা ইত্যাদি।

[৪] ভারতের কোনো কোনো স্থানের নগরজীবন অত্যন্ত নিম্নমানের। গ্রাম থেকে শহরে এসে তারা অত্যন্ত নোংরা ঘিঞ্জি বস্তি নির্মাণ করে বসবাস করে।

[৫] ভারতের বিভিন্ন শহরে পৌর বিক্ষেপণ (Urban sprawal) হতে হতে আয়তন বেড়েই চলেছে।

[৬] ভারতের পৌরায়ণের ফলে ধীরে ধীরে নানান সমস্যা দেখা দিচ্ছে। যেমন: দূষণের সমস্যা, বসতি সমস্যা, পরিবহণ সমস্যা, নিকাশি সমস্যা ইত্যাদি।

[৭] নানান সমস্যার সম্মুখীন হওয়ার ফলে ভারতে নগরগুলির নাগরিক পরিষেবা ভেঙে পড়ছে।

[৮] ভারতের অধিকাংশ নগরগুলিতে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি ও জমির পরিমাণ অত্যন্ত কম। এই কারণে বহুতল ফ্ল্যাটবাড়ি ও বস্তির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

[৯] ভারতে গ্রাম থেকে অনেক মানুষ কর্মসসংস্থানের জন্য ভারতে আসছে। ফলে এরা অনেকেই অশিক্ষিত, দিনমজুর, রাজমিস্ত্রি, রিক্সা ও ট্যাক্সি চালক। ফলে শহরে সাক্ষরতার হার বেশ কমছে। 

[১০]সর্বোপরি দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নগরায়ণের মাত্র বেশি।

Popular posts from this blog

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।

কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিউমের মতবাদটি আলোচনা করো।

মাত্র এক ক্লিকেই ছবি থেকে ইমোজি কিভাবে রিমুভ করবেন ?