ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
ভারতে জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের চাহিদা, শিল্পবিপ্লব ইত্যাদি হল নগরায়ণের প্রধান কারণ। ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি হল :
[১] ভারতের নগরায়ণের ইতিহাস বেশ প্রাচীন। আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের সিন্ধু সভ্যতার সময় থেকে ভারতে নগর গড়ে উঠেছিল।
[২ ]ভারতে নগর ও শহরে জাতিধর্মনির্বিশেষে বহু মানুষ একত্রে বাস করে।
[৩] ভারতের নগরায়ণ বেশ কিছু ঘটনার সাথে যুক্ত। যেমন : মহামারী, দুর্ভিক্ষ, মন্দা ইত্যাদি।
[৪] ভারতের কোনো কোনো স্থানের নগরজীবন অত্যন্ত নিম্নমানের। গ্রাম থেকে শহরে এসে তারা অত্যন্ত নোংরা ঘিঞ্জি বস্তি নির্মাণ করে বসবাস করে।
[৫] ভারতের বিভিন্ন শহরে পৌর বিক্ষেপণ (Urban sprawal) হতে হতে আয়তন বেড়েই চলেছে।
[৬] ভারতের পৌরায়ণের ফলে ধীরে ধীরে নানান সমস্যা দেখা দিচ্ছে। যেমন: দূষণের সমস্যা, বসতি সমস্যা, পরিবহণ সমস্যা, নিকাশি সমস্যা ইত্যাদি।
[৭] নানান সমস্যার সম্মুখীন হওয়ার ফলে ভারতে নগরগুলির নাগরিক পরিষেবা ভেঙে পড়ছে।
[৮] ভারতের অধিকাংশ নগরগুলিতে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি ও জমির পরিমাণ অত্যন্ত কম। এই কারণে বহুতল ফ্ল্যাটবাড়ি ও বস্তির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
[৯] ভারতে গ্রাম থেকে অনেক মানুষ কর্মসসংস্থানের জন্য ভারতে আসছে। ফলে এরা অনেকেই অশিক্ষিত, দিনমজুর, রাজমিস্ত্রি, রিক্সা ও ট্যাক্সি চালক। ফলে শহরে সাক্ষরতার হার বেশ কমছে।
[১০]সর্বোপরি দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নগরায়ণের মাত্র বেশি।